তৃনমূলের গোষ্ঠী কোন্দলে পুড়ল সভামঞ্চ

0
92

নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

tmc rally burn for clash
পুড়ে যাওয়া সভা মঞ্চ।নিজস্ব চিত্র

ব্যাপক বোমাবাজি করে শাসক দলের সভা মঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে দিনহাট ১ নং ব্লকের বড় আটিয়াবারি ১নং গ্রাম পঞ্চায়েতের বড় ফকিরেরতকেয়া এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের একটি সভা করার কথা ছিল।তার আগের রাতেই সেখানে ব্যাপক বোমা বাজি করা হয়।সভা মঞ্চ ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে দিনহাতা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য ওই ঘটনার জন্য বিজেপিকেই দায়ি করেছে।
দেবাশিস বর্মণ বলেন, “ এভাবে ভয় দেখিয়ে আমাদের সভা বন্ধ হবে না। বরং আরও এদিনই জোরদার সভা করা হবে। সভায় সাংসদও মূল বক্তা হিসেবে থাকবেন।” তৃণমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ী এক অঞ্চল সভাপতি আবু হোসেন মিয়া বলেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ওই ঘটনা ঘটিয়েছে।পুলিশ ঘটনাস্থলে এসেছিল। তারা তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।” যদিও ওই সভার মূল বক্তা সাংসদ পার্থ প্রতিম রায় কোন মন্তব্য করতে রাজী হন নি। তবে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এতদিন দিনহাটায় মাদার-যুব’র লড়াই চললেও ফকিরতকেয়ার ওই ঘটনার পিছিনে তৃণমূল যুব কংগ্রেসেরই একটি গোষ্ঠীর হাত রয়েছে। যারা সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের ওই সভা করতে দিতে চান না।এর জেরেই ওই ঘটনা ঘটেছে।” বিজেপি অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বে তোলা অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটায় ছাত্র সংগঠন করে উঠে আসা তৃণমূল যুব কংগ্রেসের স্থানীয় নেতা দেবাশিস বর্মণের ডাকে ওই সভার প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৮ জানুয়ারি কোচবিহার রাসমেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ ও ১৯ জানুয়ারি ব্রিগেডের জন্য ওই প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছিল। সেখানে অন্যতম বক্তা ছিলেন সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। কিন্তু সেখানে সদ্য সংগঠন থেকে বহিষ্কৃত নিশীথ প্রামানিক অনুগামী স্থানীয় যুব নেতৃত্ব ওই সভায় গুরুত্ব পাচ্ছিলেন না বলে অভিযোগ।আর সেই কারনেই ওই ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

tmc rally burn for clash
নিজস্ব চিত্র

আরও পড়ুন: নেই বাস,বাদুর ঝোলা হয়ে চলে যাতায়াত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here