বাসযাত্রা শুরুর আগে চালকদের মালা পড়িয়ে সম্মান জানাল তৃণমূল

0
73

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা আবহে লকডাউনের মধ্যে শুক্রবার থেকে ৪টি রুটে বাস চালানো শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশন।

tmc respect to bus driver in lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

এই সংকটের সময়ে যেসব বাস চালক, কর্মীরা বাস নিয়ে রাস্তায় চলবেন, তাদের যাত্রা শুরুর আগে মালা পরিয়ে বরণ করে নিলেন রায়গঞ্জ ডিপোর তৃণমুল নেতা কৌশিক দে।

শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিপোতে এই ঘটনা ঘটেছে। কৌশিকবাবু জানান, ‘এই সংকটের সময় যেসব কর্মীরা করোনা ভাইরাসের সংক্রমনের আতঙ্ক নিয়ে পথে বের হচ্ছেন, তাঁরাও এক একজন ‘করোনা যোদ্ধা’।

আরও পড়ুনঃ রবীন্দ্র জয়ন্তী পালন পুলিশকর্মীদের

জীবনের ঝুঁকি নিয়ে সরকারি নির্দেশে তাঁরা রাস্তায় নেমেছেন। যাত্রা শুরুর আগে আমরা তাঁদের সন্মান জানানোর জন্য মালা পরিয়ে বরণ করে নিলাম’।

উল্লেখ্য, শুক্রবার থেকেই রাজ্যের সমস্ত গ্রিন জোন গুলিতে সরকারি বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here