সিপিএমকে দলীয় কার্যালয়ের চাবি ফেরত তৃণমূলের

0
40

পিয়ালী দাস,বীরভূমঃ

রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে সিপিএম কর্মীদের হাতে বন্ধ থাকা পার্টি অফিসের চাবি তুলে দিল তৃনমূল কংগ্রেসের কর্মীরা।

ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রজতপুরে।
গত দু’বছর ধরে সিপিএমের পার্টি অফিসটি মানুষের সমর্থন না থাকায় তালা পড়ে গিয়েছিল।

TMC returned the key
ফেরত দেওয়া দলীয় কার্যালয়।নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালবেলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে পার্টি অফিসটি নতুন করে চুনকাম করে দিয়ে সিপিএম কর্মী খোকন রায়ের হাতে পার্টি অফিসের চাবিটি ফেরত দিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই প্রথমে খানিকটা হতভম্ব হয়ে যায় উপস্থিত সিপিএম কর্মী।

পরে সেই ঘোর কাটিয়ে হাসিমুখে খোকন রায় দাবি করেন,কার্যত তিনি অবাক হয়েছেন তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখে। এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা রাজনীতিতে থাকা অত্যন্ত প্রয়োজনীয় এমনটাই দাবি সিপিএম কর্মী-সমর্থকদের।

আরও পড়ুনঃ বিজেপির ডেপুটেশন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় পঞ্চায়েত দফতরে

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন আমরা কোন পার্টি অফিস দখল করিনি ২০১৭ সালে সিপিএমের কোন সংগঠন ছিল না তাই এই কার্যালয় নেওয়া হয়েছিল কিন্তু এখন কিছু লোক তাদের দিকে এসেছে এবং তারা আমাদের কাছে চেয়েছিল এই জন্যই পাঠিয়েছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ও অনুব্রত মণ্ডল এর নির্দেশে, আর বিজেপি কি বলল তাতে আমাদের কোন যায় আসে না বিজেপি ও একাধিক জায়গাতে পার্টি অফিস দখল করেছিল কিন্তু সেই সব মানুষজন আমাদের দিকে চলে এসেছে।

সিপিএম হতবাক এই নিয়ে প্রশ্ন করলে বলেন আমরা চাই এলাকায় শান্তি থাকুক ও আমাদের বিরোধী দরকার তাহলে এলাকায় কাজ করতে সুবিধা হবে।

সিপিএম নেতা গৌতম ঘোষ বলেন শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনীতির মানবিক দিক থেকে যদি দলীয় কার্যালয় ফিরিয়ে দেয় তাহলে সেটি অত্যন্ত সাধুবাদ সমাজের পক্ষে আগামী দিনে খুব সুখকর এবং আনন্দ কর বিষয় আর যদি সেটা না হয় তারা আগামী দিনে সেটা তার দুশ্চিন্তার বিষয় ও বিভিন্ন জায়গায় ফলো করছে তার জন্যই হয়তো এই কার্যালয় ফিরিয়ে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here