নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্যের বিগত ৯ বছরের উন্নয়নের ঘাটতি গুলি পূরণ করার ব্যাপারে কোন কথা না বলে দেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা বাংলায় এসে শুধু মমতা ব্যানার্জীর সমালোচনাই করে গেলেন।
যা বাংলার মানুষকে আশাহত করেছে বলেই আজ বালুরঘাটে শহর তৃণমূল কংগ্রেসের ডাকা এক পথ সভায় যোগ দিয়ে এভাবেই গতকালকের বিজেপি দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের দুদিনের সফরের কড়া ভাষায় সমালোচনা করেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিপ্লব মিত্র। যা জেলার রাজনীতি মহলে জোর চর্চার বিষয়।
কেননা ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দিল্লি গিয়ে বিজেপির সদর কার্যালয়ে হাজির থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।স্বাভাবিক ভাবেই জেলার রাজনৈতিক মহলের একাংশের ধারণা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে এসে আজ বিজেপি নেতার সমালোচনা করে তা জেলা তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের কাছে তার নিজের পুরোনো ইমেজ বজায় রাখার চেষ্টা চালালেন বিপ্লব মিত্র।
এদিন তিনি মমতা ব্যানার্জীর উন্নয়নের প্রশংসা করেন। এর পাশাপাশি তিনি জেলার তৃণমূলের কর্মী সমর্থকদের অনুরোধ করেন কোন গুজবে কান না দিতে। আজকের এই পথসভা নিয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী জানান, দলের উঁচুতলার নির্দেশে জেলার প্রত্যেকটি ব্লক ও শহরে জনগণকে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে সজাগ করার জন্য এই সভা করা হচ্ছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে মাইকিং করে বাজি পোড়ানো নিষিদ্ধ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ
তিনি আরও বলেন, ইতিমধ্যে জেলার অন্যান্য এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়েছে ও হচ্ছে। আজকের এই সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের নিজ নিজ বক্তব্য রাখেন।অপরদিকে করোনা অতিমারির আনলক ৫ পর্বের পর এই সভাতে দলের কর্মী সমর্থক ও নেতৃত্বদের সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার ব্যাপারে তেমন কোন সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584