অফিস টাইমে ব্যস্ত রাস্তায় তৃণমূলের পথসভা বহরমপুরে

0
88

শুভদীপ ভট্টাচার্য্য, বহরমপুরঃ

অফিস টাইমে বহরমপুরের ব্যস্ততম টেক্সটাইল মোড় ঘিরে ২১ জুলাইয়ের কলকাতার শহীদ দিবসের জমায়েতের প্রচার পথসভা করলো তৃণমূল।মুখ্যমন্ত্রী যখন উন্নয়নের স্বার্থে রাজ্য সচল রাখার কড়া বার্তা শোনান তখন তাঁর নামেই ব্যস্ত রাস্তা ঘিরে বহরমপুরের নেতারা দিল গরম ভাষণ মোদির রাজ্য আগমনের বিরুদ্ধে।

নিজস্ব চিত্র

চ্যালেঞ্জ ছুঁড়লো ২১ জুলাই রেকর্ড ভিড়ে ভরিয়ে দেবে কলকাতা।এমন কি সে ভীড় দেখার জন্য মোদিকে এই কয়টা দিন পশ্চিমবঙ্গে থেকে যাওয়ার জন্যও বলেছেন সভার বক্তারা।কিন্তু এদিকে দুপুরে ব্যস্ত অফিস টাইমে জ্যামে নাজেহাল হচ্ছে জনগন।ভীড়ের মাঝে এক জনতা বলে উঠলো উন্নয়ন চলছে আর আমরা জ্যামে ঘামছি।

নিজস্ব চিত্র

আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র অশোক ঘোষ,অন্যতম জেলা নেতৃত্ব সাগির হোসেন।এমনিতে জ্যামে নাভিশ্বাস ওঠা শহর বহরমপুরে সপ্তাহের প্রথম কাজের দিনে এই পথসভায় আরো নাজেহাল হল নাগরিক সমাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here