শোভন-বৈশাখীকে মহেশতলায় কালো পতাকা দেখানোর অভিযোগ

0
181

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শোভন-বৈশাখীর রোড-শোতে, জুতো ও কালো পতাকা দেখাল তৃণমূল বলে উঠল অভিযোগ। শনিবার মহেশতলার জিনজিরা বাজার থেকে পুরাতন ডাকঘর মোড় পর্যন্ত রোড শো ছিল বিজেপির। শোভন-বৈশাখীর নেতৃত্বে এই রোডশোতে ঝাঁটা, জুতো, কালো পতাকা দেখানো হয় বলে বিজেপির অভিযোগ।

sovan and baisakhi | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

এদিন বিজেপি নেতা-কর্মীদের বাইক মিছিলে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখায় বলেও দাবি করে গেরুয়া শিবির। স্থানীয় এলাকাবাসী শোভন-বৈশাখী-সহ অন্যান্য মিছিলকারীদের ঝাঁটা, জুতো দেখায় বলেও দাবি তাদের। এবিষয়ে তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় পুলিশকেও।

sovan and baisakhi's road show | newsfront.co
মহেশতলায় রোড শো’তে শোভন – বৈশাখী। ছবিঃ বিভাস লোধ

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী উভয়পক্ষই। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও একাধিক রোড শো করছেন। তেমনই শনিবার মহেশতলায় রোড শো ছিল তাঁদের। ওই পথেই বাইক মিছিল করেও যেতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। অভিযোগ, গোপালপুরের কাছে বাইক মিছিলে বাধা দেয় পুলিশ।

baisakhi banerjee | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

পুলিশের দাবি, শোভন-বৈশাখীর রোড শোয়ে তাঁদের গাড়ি একেবারে প্রথম সারিতে রাখতে হবে। যদিও তাতে রাজি নন বিজেপি কর্মী-সমর্থকরা। নিরাপত্তার কথা মাথায় রেখে রোড শো’র একেবারে শুরুতে শোভন-বৈশাখীকে রাখা সম্ভব নয় বলেই দাবি গেরুয়া শিবিরের। তার ফলে পুলিশ এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাঁধে।

এরপর কিছুটা পথ এগোতেই শোভন-বৈশাখীকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। তৃণমূল কর্মী-সমর্থকরাই কালো পতাকা দেখান বলেই দাবি গেরুয়া শিবিরের। এমনকী স্থানীয় বাসিন্দারা শোভন-বৈশাখী-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীদের ঝাঁটা, জুতো দেখায়।

শুধু একবার নয়, রোড শো’য় একাধিক জায়গায় এহেন পরিস্থিতির মুখোমুখি হতে হয় গেরুয়া শিবিরকে। এই ঘটনায় রীতিমতো বিরক্ত শোভন-বৈশাখী। তৃণমূলকে তীব্র কটাক্ষ করে শোভন চট্টোপাধ্যায় বলেন, “রোড শো’তে বিপুল জনসমাগম দেখে আতঙ্কিত তৃণমূল। তাই কোথাও দেখানো হচ্ছে কালো পতাকা। আবার কোথাও বাইক মিছিল আটকে দেওয়া হচ্ছে।”

শাসকদলকে খোঁচা দিতে ছাড়েননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, “রংমিলান্তির খেলা শুরু করেছে তৃণমূল। আমার কালো শাড়ির সঙ্গে রং মিলিয়ে কালো পতাকা দেখানো হয়েছে। তাতে আমি যথেষ্ট খুশি হয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here