সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আমপানের ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সুলতানপুরে।
বিক্ষোভকারীদের দাবি, আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি এখনও পর্যন্ত। আমপানের পর কেটে গিয়েছে ২ মাস। আজও মেলেনি কোন সরকারি সাহায্য। এমনই অভিযোগ তুলে কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেফালি দাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে আমপানে ক্ষতিগ্রস্তরা। এর জেরেই বিক্ষোভকারীদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন পঞ্চায়েত উপপ্রধান।
আরও পড়ুনঃ স্কুলের ভর্তিতেও অনলাইনেই ভরসা
আমপানে ক্ষতিপূরণ নিয়ে স্বজন পোষণের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি তারা জানান, যাদের ক্ষতি হয়নি সেরকমই একই পরিবারের একাধিক ব্যক্তিকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। অবিলম্বে ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন তারা। অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান শেফালী দাস জানান, দলের তৃণমূল কর্মী সমর্থকরা পরিকল্পনা করে এই বিক্ষোভ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584