শ্যামল রায়, কালনাঃ
বুধবার কালনা-কাটোয়া মহকুমায় বাড়ির সামনে খালি সিলিন্ডার রেখে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। এদিন কালনা কাটোয়া মহকুমায় এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবাদে নামে স্থানীয় তৃণমূল নেতারা।

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর সমুদ্রগড় এলাকায় এই ধরনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার কর, স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, তৃণমূলের কার্যকারী সভাপতি পরিমল দেবনাথ সহ অনেকে।
আরও পড়ুনঃ ডোমকলে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের উদযাপন
এছাড়াও কালনা ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় সহ স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির সামনে খালি সিলিন্ডার রেখে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন। এদিনের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত মজুমদার গৌতম ঘোষাল সহ আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584