তমলুকে তৃণমূলের অবস্থান বিক্ষোভে শুভেন্দু

0
31

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তমলুকে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল কর্মীরা। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাল দলীয় কর্মীরা। দলীয় নির্দেশ অনুসারে সারা রাজ্যের প্রত্যেক জেলায় ব্লক স্তরে পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে আন্দোলনে নেমেছে তৃণমূল।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

সেই লক্ষ্যেই এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে স্বাস্থ্যবিধি মেনে সমদূরত্ব বজায় রেখে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে তোপ দাগলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা

তার পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করেন তিনি। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেসব প্রকল্প শিলান্যাস করেছেন, সেই সব প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পরিবহণমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here