নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি ও পশ্চিমবাংলা কে বঞ্চনার প্রতিবাদে রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে রাজ্যের জেলা স্তর থেকে ব্লক স্তরে চলছে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথসভা ৷
সেই বার্তা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক মহা মিছিলের আয়োজন করা হয় ৷ এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলায় ৷ এই দিন এই প্রতিবাদ মিছিল গোটা চন্দ্রকোনা রোড শহর প্রদক্ষিণ করে অবশেষে শহরের রিং রোডে পথসভার মাধ্যমে শেষ করা হয় ৷
এই দিন এই প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি,জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নিমাই রতন ব্যানার্জি,খড়্গপুরের বিধায়ক প্রদীপ সরকার,শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো,গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ একাধিক ব্লক ও জেলা তৃণমূল নেতৃত্ব ৷
আরও পড়ুনঃ হাওয়া বদল কেশপুরে, তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগ২৫০ টি পরিবারের
এই দিন এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক বক্তব্যে কেন্দ্রীয় সরকারের প্রতি একাধিক তোপ দাগলেন ৷ এই দিন এই পথসভায় বিজেপি থেকে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584