নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েকদিন আগে রাজ্যসভায় কৃষক বিরোধী বিল পাস করার প্রতিবাদে ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন সহ ৮ জন বিরোধী সাংসদ বিক্ষোভ দেখাতে থাকে, এর কারণে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় তাদের।
এরই প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকায় কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিল ও তৃণমূল সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে আজ রামনগরে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুনঃ ভগবানগোলায় অনুষ্ঠিত হল চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের কর্মী সভা
উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি শম্পা মহাপাত্র, ব্লকের সহসভাপতি নিতাই সার, শিক্ষা কর্মাধ্যক্ষ উত্তম বারিক,যুব সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, এলাকার প্রধান বিশ্বজিৎ জানা সহ প্রায় কয়েকশো মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584