নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
কেন্দ্রের এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে পথে নামল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদে মৌন মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।
এদিনের মিছিলে মুখে কালো কাপড় জড়িয়ে ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এদিনের মৌন মিছিল এগরা ১ ব্লক অফিস থেকে শুরু হয়ে কুদিবাজার পরিক্রমা করে পুনরায় এগরা-১ বিডিও অফিস চত্বরে এসে শেষ হয়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় কৃষককে কুপিয়ে খুনের ঘটনায় নামানো হল পুলিশ কুকুর
এদিনের মিছিলের পুরোভাগে ছিলেন এগরা ১ পঞ্চায়েতের সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাউ, জেলা পরিষদের সদস্য ছবিরাণী দাসমহাপাত্র, প্রাক্তন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা, দলের ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক প্রভুপদ দাস ও শেখ সুমন, ইতিশচন্দ্র দে, যুব নেতা নীলাঞ্জন মাইতি ও চন্দন রায় প্রমুখ।
এদিনের মৌন মিছিলে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকরা পা মেলান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584