নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবার রাস্তায় নামল মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেস।
শনিবার ও রবিবার কে জে সান্যাল রোড কল্যাণ সমিতি ও যুব তৃণমূলের উদ্যোগে এলাকার ব্যবসায়ীদের সচেতনা করা হয়। পাশাপাশি এলাকায় পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দেন তৃণমূল কর্মীরা। ব্যবসায়ীদের মাস্কও বিলি করা হয়।
যুব তৃণমুলের বক্তব্য, ‘ব্যবসায়ী থেকে পথচারীরা এখনও অনেকেই সচেতন নন। তাঁদের শনাক্ত করে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি করোনা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়।’ এদিন হাজির ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ সিনহা, স্নেহাশিস মজুমদার-সহ অন্যরা। এদিন প্রকাশবাবু বলেন, ‘সরকারিভাবে এত সচেতনা করার পরও মানুষ এখনও সচেতনা নয়।
আরও পড়ুনঃ শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির
তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একাধিকবার সচেতনার প্রচার করা হয়েছে। প্রতিটি এলাকায় সচেতন করা হয়েছে। তবুও মানুষ সচেতন হননি। এবার তাই মানুষকে সতর্ক করতে আমরা রাস্তায় নেমেছি। জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে।
ফলে মানুষের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি। পরে আমাদের মাস্কের পাশাপাশি স্যানিটাইজারও বিলি করার পরিকল্পনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584