নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের যুব সম্প্রদায়কে সামনে এনেই আগামী বিধানসভা ভোটে লড়তে চাইছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলায় দেবাংশু ভট্টাচার্যের সভার পর তা আরও পরিস্কার হয়ে গেল।
বুধবার জেলায় এসে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বাংলার যুবক যুবতীদের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন বলেই ফের জানিয়ে দিলেন। করোনা বিষয়ে মুখ্যমন্ত্রীর লড়াকু ভূমিকার প্রশংসা করেন তিনি। বয়স্কদের সেবাদান ও অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ভার যুবদের নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা দেন দেবাংশু।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে থাকা স্কুল স্যানিটাইজেশনে দমকল
এর পাশাপাশি বিজেপির নাম না করে তিনি বলেন, “কোন কোন দল গুজরাট থেকে র্যালি করে আসছে, কোনক্রমে বাংলায় আঠেরোটা সিট পেয়ে গিয়েছে, সে কারণে সাধারণ মানুষকেও তারা ভুলে গিয়েছে।” ২০২১ সালে মমতা ব্যানার্জী ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই বলে তিনি জানান।
তিনি বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়েও এদিন মুখ খোলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্পণ সাহা, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি সহ দলীয় নেতা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584