সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ঝাঁপাচ্ছে তৃণমূল

0
183

শ্যামল রায় বর্ধমান:
ভোট প্রায় দোরগোড়ায় এসে গেছে। শুধুমাত্র ঘোষণার অপেক্ষায়। তাই পূর্ব বর্ধমান জেলার একটি অতিগুরুত্বপূর্ণ মন্তেশ্বর বিধানসভা এলাকায় ভোট নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কারণ এই বিধানসভা দীর্ঘদিন ধরে বামেদের দখলে ছিল তারপর তৃণমূল কংগ্রেসের সজল পাজার নেতৃত্বে আসনটি দখল করে। কিন্তু আকস্মিক অকালপ্রয়াণ ঘটে সজল পাজার। উপ নির্বাচনে তার ছেলে সৈকত পাঁজা প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে সিপিএম প্রার্থী হেদায়েতুল্লাহ চৌধুরীকে।
কিন্তু বিধানসভা ভোট পেরিয়ে গেলেও আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মন্তেশ্বর ব্লক জুড়ে বিজেপির যেমন একটা বাড়বাড়ন্ত রয়েছে তেমনি দলীয় কোন্দলের কথা ও অনেকের কাছেই অজানা নয়।
তবুও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আজিজুল হক দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে মানুষ ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন হবে আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের প্রধান প্রচার বা হাতিয়ার। সেই সাথে দীর্ঘ বামেদের সরকার থাকাকালীন উন্নয়ন মানুষ দেখতে পায়নি সেই কাজটি করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। ব্যাপক উন্নয়নমুখী কাজ যেমন হয়েছে তেমনি আগামী দিন আরো বহু কাজ হবে এই প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে বলে আজিজুল হক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বৃহস্পতিবার।
জানা গিয়েছে যে মন্তেশ্বর ব্লক এ জেলা পরিষদের আসন সংখ্যা তিনটি। জেলা পরিষদের তিনটি আসনে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে।
পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 36 টি। এর মধ্যে 27 টি তৃণমূল কংগ্রেসের দখলে আছে। বাকি নয়টি বিরোধীদের দখলে।
গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা 176 জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here