টাকার শর্তে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে

0
30

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

পরীক্ষায় পাশ করিয়ে দিতে এক ছাত্রীর কাছে টাকা চাওয়ার অভিযোগ আনা হলো এক অধ্যাপকের বিরুদ্ধে। শুক্রবার শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। এর পরেই এদিন শিলিগুড়ি কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

people | newsfront.co
অবস্থান বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এই বিষয়ে শিলিগুড়ি কলেজের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , “যে দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত অধ্যাপক আমাদের শিলিগুড়ি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর কাছে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করে। আমাদের ছাত্র সমাজ ও লোক মুখে এই কথাটা জানার পরেই শিক্ষাক্ষেত্রে এতবড়ো দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। আমরা জানি শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, ভবিষ্যত তৈরি করার কারিগর।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্করণের দাবিতে বিক্ষোভ বিজেপির

তারা যদি ছাত্র -ছাত্রীদের নিয়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে এগিয়ে আসে তাহলে ছাত্র সমাজ ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে তার কোন ঠিক নেই। আমরা চাই যে দোষী তার উপযুক্ত শাস্তি পাক। ভবিষ্যতে যাতে শিক্ষাক্ষেত্রে কোন শিক্ষক এই রকম দুর্নীতি না করতে পারে তারজন্য শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সেল ব্যবস্থা নিক।

এর পাশাপাশি ওই দুর্নীতিগ্রস্ত অধ্যাপককে ন্যাকে রাখা হয়েছিল। আমরা দাবি রাখছি যে ওই অধ্যাপককে যেন ওই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে যেন শিক্ষাক্ষেত্রে যুক্ত কোন কমিটিতে না রাখা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here