নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ক্ষুদিরাম পার্কে পুতুল বসানোর বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখাল ছাত্র-যুব মহিলা সংগঠন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান ঐতিহাসিক তমলুক শহর। বহু স্বাধীনতা সংগ্রামীর কর্মক্ষেত্র এই শহরের স্মৃতির সঙ্গে জড়িয়ে। জেলাবাসী সগর্বে এঁদের স্মরণ করে।
শহীদ ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরা এদের মধ্যে উল্লেখযোগ্য। ক্ষুদিরাম স্মরণে তমলুক শহরের হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসু’র পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। যার মূর্তি দেখে আজও সংগ্রামে প্রেরণা জোগায়।
সম্প্রতি জেলা শহরের সৌন্দর্যায়নের কাজ চলছে। হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির জন্য বড় গোলচক্রও করা হয়েছে।কিন্তু এই মূর্তির থেকেও বড় বড় পুতুল জাতীয় কিছু বসানোর পরিকল্পনা করা হয়েছে,যা অত্যন্ত দৃষ্টিকটু। যা এই স্বাধীনতা সংগ্রামীর দৃঢ়তা ও বলিষ্ঠতাকে ম্লান করছে বলে, মনে করেন বিশিষ্ট জনেরা। এলাকার পোস্টার দিয়ে প্রতিবাদও জানানো হয়েছে। আজ ছাত্র-যুব মহিলারা বিক্ষোভ দেখাল তমলুক মহকুমা শাসকের কাছে। এছাড়াও বিভিন্ন দফতরের তরফেও ডেপুটেশন দেওয়া হয় ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ
ছাত্র সংগঠন এআইডিএস ও ,যুব সংগঠন এআইডি ওয়াইও, মহিলা সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন ও কিশোর সংগঠন কমসোমলের পক্ষ থেকে সৌন্দার্যায়নের নামে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম পার্কে পুতুল জাতীয় কিছু বসিয়ে ক্ষুদিরামের দৃঢ়তা ও বলিষ্ঠতাকে ম্লান না করা, কলকাতা হাইকোর্টের সামনে অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির মতো হাসপাতাল মোড়ে নতুন মূর্তি বসানো, এই পার্কে ফুলের বাগান, মূর্তিতে আলো ও রেলিং এর ব্যবস্থা করা এবং ‘হাসপাতাল মোড়’ নাম পরিবর্তন করে ‘শহীদ ক্ষুদিরাম বসু’র নাম করার দাবি জানায় তারা।
আরও পড়ুনঃ পর্যটন শিল্প কে বাঁচাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় ব্যবসায়ীরা
সাথে সাথে মানিকতলা মোড়ের মাতঙ্গিনী হাজরার পূর্ণাবয়ব মূর্তি বসানোর পরিকল্পনা করা এবং মূর্তিতে আলোর ব্যবস্থা এবং মানিকতলা মোড়ের নাম ‘শহীদ মাতঙ্গিনী হাজরা’র নামে নামাঙ্কিত করার ও দাবি জানায় সংগঠন গুলি।আজ হাসপাতাল মোড়ে সংগঠনগুলি পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে বিক্ষোভ দেখায়।
পরে মহকুমা শাসক, জেলাশাসকের কাছে চার প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে।সংগঠনগুলির তরফ থেকে প্রতিমা জানা, মঞ্জুশ্রী মাইতি, সুদর্শন মান্নার অভিযোগ- তমলুক শহর স্বাধীনতা আন্দোলনের গর্বের শহর। সেখানে ক্ষুদিরামের পার্কের মধ্যে পুতুল বসিয়ে তাঁকে অবমাননা করা হচ্ছে । অবিলম্বে এই পুতুল সরাতে হবে।
তাছাড়াও সামান্য বৃষ্টিতে তমলুক জেলা হাসপাতালে বারবার জল জমে গিয়ে রোগীদের যে হয়রানি এবং ডেঙ্গুর যে প্রকোপ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা আজ জেলাশাসক এবং এসডিও কে অভিযোগ জানিয়েছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584