নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে বহু বেকার যুবক ট্রেনে বাসে হকারি করে জীবন যাপন করেন, ইতিমধ্যেই রেলপুলিশের আদেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়ার হকার উচ্ছেদের প্রতিবাদে আর পি এফ এর ওসিকে ডেপুটেশন দিলো পাঁশকুড়ার তৃনমূল কংগ্রেসের হকার ইউনিয়ান।
শুধু তাই নয় এদিন পাঁশকুড়া স্টেশনের সামনে মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকে তারা, এইদিন কয়েকশো হকার সহ ইউনিয়নের অন্যান্য কর্মীরাও এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। এই দিন এই কর্মসূচিতে ছিলেন হকার ইউনিয়নের সভাপতি মুকলেসুর দত্ত।
আরও পড়ুনঃ সরকারি অফিসে রাতেরবেলায় মদ্যপানের অভিযোগ আধিকারিকের বিরুদ্ধে
এছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়ার এম এল এ ফিরোজা বিবি,ব্লক সভাপতি দীপ্তি জানা প্রমুখ ব্যাক্তি। এদিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক তৃণমূল আইএনটিটিইউসি কার্যকর্তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। শুধু তাই নয় এ দিন বক্তব্যের মাঝে নাগরিকত্ব সংশোধনী আইন কে নিয়ে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তৃণমূল আইএনটিটিইউসি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584