নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গ্রামে বিজেপি করার অপরাধে ধান চাষ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পদ্মাতামলি গ্রামের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, পদ্মাতামলি গ্রামের প্রশান্ত ঘোড়াই নামের এক বিজেপি কর্মী বুধবার সকালে তাঁর নিজের জমিতে ধান চাষ করার জন্য পাওয়ারটিলার নিয়ে লাঙ্গল করতে গিয়েছিল।
আরও পড়ুনঃ চলাচলের পাকা রাস্তা নির্মাণের দাবি নওপাড়া এলাকার বাসিন্দাদের
অভিযোগ, স্থানীয় কয়েকজন তৃণমূলের নেতা-কর্মীরা প্রশান্ত ঘোড়াইকে জমিতে লাঙ্গল করতে বাধা দেয়। এরপরে উভয়ের মধ্যে শুরু হয় তুমুল বচসা।
অভিযোগ, পাওয়ারটিলারটিকে ঘুরিয়ে দেওয়া হয়। যদিও এই বিষয়ে স্থানীয় এলাকার তৃণমূল নেতা-কর্মীরা জানায়, এই জমিতে চাষ করা যাবে না। পাশাপাশি প্রশান্তবাবুর জমিতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে ভূপতিনগর থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584