নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ
‘ভোট পরবর্তী হিংসা’র মধ্যেই দেখা গেল এক মানবিক দৃশ্য। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চাকতা গ্রামের। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিজেপির এক স্থানীয় নেতার ।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর নাগাদ চাকতা গ্রামের বাসিন্দা অনুপবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান।
তিনি ওই গ্রামের বিজেপির বুথ সভাপতিও ছিলেন। কিন্তু করোনা সন্দেহে কেউই এগিয়ে আসেননি মৃতদেহ সৎকারে। সারারাত বাড়িতেই পড়ে থাকে মৃতদেহ। প্রায় কুড়ি ঘণ্টা পর পরদিন সকালে চাকতা গ্রামের কয়েকজন তৃণমূলকর্মী ওই বিজেপি নেতার বাড়িতে যান এবং দেহ সৎকারে সাহায্য করেন। অবশেষে উর্ধারণপুর শশ্মানঘাটে সম্পন্ন হয় শেষকৃত্য ।
আরও পড়ুনঃ বাসন্তীতে আচমকাই ভেঙ্গে পড়ল সেতু, আহত ৫, নিখোঁজ ২
কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন,”আমাদের দল সবসময় মানুষের পাশে আছে।” অপরদিকে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি অনিল দত্ত বলেন, আমাদের কর্মীরা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গ্রামছাড়া রয়েছেন। আর তাই তাঁরা মৃতদেহ সৎকারে যেতে পারেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584