নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার তৃণমূলের কয়েকজন বিধায়ক বেশ কয়েকজন নেতা ও একজন সাংসদকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে মেদিনীপুর কলেজ মাঠে বিজেপিতে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দু অধিকারী, অমিত শাহ এর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপি দলে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে।

তাই রবিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর সদর ব্লকের রামনগর, দাসপুর সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতাপেটা করে জুতোর মালা পরিয়ে তার কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

তারা সরাসরি শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন ,এই গদ্দার শুভেন্দু অধিকারীকে ২০২১ সালে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবে। তিনি মানুষের সাথে বেইমানী করেছেন ।তিনি জননেতা নন, তিনি একজন বিশ্বাসঘাতক, মীরজাফর।
আরও পড়ুনঃ শুভেন্দুর গড়ে শক্তি বৃদ্ধি জোড়াফুলের, তৃণমূলে যোগ সিপিএম নেতার

বাংলার মাটিতে এর আগে বহু মীরজাফরের জন্ম হয়েছে। তবে এই রকম মীরজাফরের জন্ম হয়নি। যে মীরজাফর সাড়ে চার বছর তিনটি পূর্ণ দফতরের মন্ত্রী থাকাকালীন তার তোলাবাজির কথা মনে হয়নি। তাই মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে এখন তার তোলাবাজির কথা মনে হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান ঠেকাতে শনিবার রাতেই বৈঠকে বসল উত্তর চব্বিশ পরগনা তৃণমূল নেতৃত্ব
তিনি বলেন দেরিতে হলেও মানুষ বুঝতে পারবে ওই জননেতা কিরূপ। তাই শুভেন্দু অধিকারী কে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে তার কুশপুত্তলিকা দাহ করে জুতোর মালা তার ছবিতে দিয়ে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584