পুলিশ বিজেপির কথায় কাজ করছে,ক্ষোভে থানা ঘেরাও তৃণমূলের

0
95

সুদীপ পাল,বর্ধমানঃ

তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা থানা ঘেরাও করে ওসি অপসারণের দাবি তুললেন।

Tmc surrounded police station
থানা ঘেরাও।ছবিঃপ্রতিবেদক

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের শাসকদলের কর্মীরা আজ ফরিদপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।

তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলার খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জীর অভিযোগ,ধবনী গ্রামে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয়।এরপর বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ বেছে বেছে তৃণমূল কর্মীদেরকে গ্রেফতার করছে৷ ফরিদপুর থানার পুলিশ বিজেপি কর্মীদের নির্দেশে কাজ করছে বলে তিনি তোপ দাগেন।

এলাকায় টানা পুলিশি অভিযান চলছে।ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা দায়ের করছে।

নেতার অভিযোগ,এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে এখন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ আন্দোলনের জেরে দালাল চক্রের বাড়বাড়ন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই অবশ্য পুলিশ বিজেপি নেতৃত্বের কাজ করছে এই অভিযোগ মানতে চাননি।তিনি বলেন, এতদিন পুলিশ শাসকদলের কথায় চলত।কিন্তু এখন নিরপেক্ষভাবে কাজ করাতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সমস্যা হচ্ছে।তাই থানা ঘেরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here