নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় জল ঢুকতে শুরু করেছে নদীর পাশের এলাকাগুলিতে। কুলিকের জল ফুঁসতে থাকায় আগেই স্থানীয় পরিবারগুলি বন্যার আতঙ্কে বাঁধের ওপর আশ্রয় নিয়েছিলেন।
এই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের চাল, ডাল, আলু, সয়াবিন, সাবান প্রভৃতি বিতরণ করা হয়েছে। পরিবারগুলির সদস্যদের থার্মাল স্ক্রিনিং এর পর প্রত্যেকের মধ্যে দূরত্ব বজায় রেখে এই বিতরণ কর্মসূচি শেষ করা হয়।
আরও পড়ুনঃ হলদিয়া বন্দরে মুরিং জেটির উদ্বোধন
শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, “টানা বৃষ্টির ফলে কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় আশ্রয়হীন পরিবারগুলি, যারা নদী বাঁধের উপর আশ্রয় নিয়েছেন, তারা চরম দুরাবস্থার মধ্যে রয়েছেন৷ আজ দুদিন ধরে গরু বাছুর সহ ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাঁধের উপর খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন তারা৷ বৃহস্পতিবার আমরা এখানে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এরপর আমরা প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য জামা কাপড় ও দুধ বিস্কুট নিয়ে হাজির হবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584