দলবদল,তৃণমূল থেকে বিজেপিতে

0
141

শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুর,

আজ মেদিনীপুর শহরে একদিকে যখন বিরোধী শূন্য হয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ গঠন করছে তৃণমূল কংগ্রেস,ঠিক তখনই জেলা পরিষদ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিল।মেদিনীপুর শহরে আজ এই চিত্রই ফুটে উঠলো।

ঘাসফুলে জিতে পদ্মফুলের ঝাণ্ডা।নিজস্ব চিত্র

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে বিজেপি অভূতপূর্ব সাফল্য পেয়েছে। জেলার কেশিয়াড়ী ব্লকের ৪নং কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে বিজেপি ৬টি,তৃণমূল কংগ্রেস ৪টি ও নির্দল ২টি আসনে জয়ী হয়েছিল। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী প্রার্থী স্বপন সিং বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলে অনুপস্থিত থেকে বিজেপিকে পরোক্ষভাবে সমর্থন করেছিল।অভিযোগ, এই ঘটনার পর থেকেই স্বপন সিং এর বাড়িতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি হামলা চালাতে থাকে।
আজ স্বপনবাবু সহ আরো কয়েকজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক বিজেপিতে যোগদান করে।এদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায়।

আরও পড়ুনঃ ফুঁসছে বানিয়া নদী,আতঙ্কিত এলাকাবাসী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here