সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করছে শাসকদল, অভিযোগ অধীরের

0
61

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। এদিনের সাংবাদিক বৈঠক থেকে অধীর রঞ্জন চৌধুরী শাসক দলকে তীব্র নিন্দা করে জানান, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জৈদুল রহমানের ওপর শাসক দলের নেতৃত্ব বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করছে নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করবার জন্য। বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেন লোকসভার পরিষদীয় বিরোধী এই দলনেতা।

Adhir Ranjan Chowdhury
অধীর রঞ্জন চৌধুরী। নিজস্ব চিত্র

তিনি বলেন, সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর উপর নানা রকমের হুমকি আসছে। এমনকি কংগ্রেস প্রার্থী ভয়ে কলকাতায় রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন অধীর বাবু বলেন, জৈদুরের দাদা যিনি শাসক দলের এমপি এমনকি তৃণমূল জেলা সভাপতি। তিনিও তার ভাইকে প্রার্থী করার জন্য অনুরোধ করেছিলেন। আমরা হেরে যাই বা জিতি সেটা বড় কথা নয় তবে আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন বাংলার মুখ্যমন্ত্রী, এমনই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ ধাক্কা রাজ্যের, আমফান দুর্নীতি মামলায় রাজ্যের তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট

এছাড়া বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, সর্ব ভারতীয় দল ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে বেশ কিছু আসন তারা পেয়েছে তাই তাদের মনে হয়েছে রাজ্য সভাপতি পরিবর্তন করা প্রয়োজন তাই হয়তো বিজেপি পার্টি তাদের রাজ্য সভাপতি পরিবর্তন করেছেন৷ এটা অন্য পার্টির নিজস্ব ব্যাপার এই প্রসঙ্গে তার কোনো মতামতের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here