তৃণমূল বিজেপিকে অনুকরণের চেষ্টা করছে, মত রাহুলের

0
40

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

মঙ্গলবার দুপুরে বিমানে করে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপি নেতা রাহুল সিনহা।

Rahul sinha | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন যে এ রাজ্যের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের প্রতিটি নেতাই এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আর কর্পোরেট হতে গেলে মাটিতে নামা দরকার। আর তার আগে মাটির মানুষ হবার দরকার। সেক্ষেত্রে সবইতো কাটমানির মানুষ। মাটির ছোঁয়া পাবে কি করে। আর মাটিতে শুতে গেলে সেই বাড়ির লোক মনে মনে চিন্তা করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন দুষ্ট ছেলের দুষ্টমি মনে পড়বে তাহলে তো সর্বনাশ। এর জন্য তৃণমূল কংগ্রেসের কোন নেতা কারও বাড়িতে থাকতে গেলে সে ভাববে যে সেই নেতা তাদের থেকে কাটমানি নেবে।

আরও পড়ুনঃ অভিযোগ শুনতে গ্রামে গ্রামে ঘুরবে বিধায়করা

তাই তৃণমূল আজ বিজেপিকে অনুকরণ করার মিথ্যা চেষ্টা করছে। এটি তৃণমূলের চুরি বিদ্যা বলে তিনি কটাক্ষ করেন। এরপর শিলিগুড়ি উদ্দেশ্য রাওনা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here