মনিরুল হক, কোচবিহারঃ
খুনের মামলায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের এক নেতাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ওই তৃণমূল নেতা কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর মহিরুদ্দিন। শনিবার তাঁকে কোচবিহার আদালতে তোলা হয়।
কোচবিহার শহর লাগোয়া টাকা গাছ এলাকায় এক মাংস বিক্রেতা খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন মীর মহিরুদ্দিন। পুলিশ তাঁকে দীর্ঘদিন পলাতক হিসেবে দেখালেও তিনি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন।এরপর ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে।কিন্তু দীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর গতকাল বোর্ড গঠনের সময় দলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন।সেখানে বোর্ড গঠন প্রক্রিয়ায় মীর মহিরুদ্দিন উপ প্রধান নির্বাচিত হন। এরপরেই তাঁকে পুলিশ গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্রস্থ চিতা বাঘ,বনদফতরের চিকিৎসাধীন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584