শ্যামল রায়,বর্ধমানঃ
জয়ী প্রার্থীদের কাছে আবেদন রাখেন সরকারি উন্নয়নমূলক কাজ নিয়ে প্রচারের পাশাপাশি মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এই বার্তাই দিলেন জয়ী প্রার্থীদের কাছে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ।
রবিবার পূর্বস্থলী 1 নম্বর ব্লক অফিসের নজরুল মঞ্চে এই নির্বাচিত প্রার্থীদের এক বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই বিজয়া সন্মেলনী তে সব গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরা এবং জেলা পরিষদের ৩জয়ী প্রার্থী উপস্থিত ছিলেন। স্বপন দেবনাথ দেবাশীষ নাগ বাগবুল ইসলাম , অশোক বিশ্বাস দিলীপ মল্লিক নবকুমার কর পরিমল দেবনাথ আজিজুনেষা খাতুন যশোদা মন্ডল নজরুল শেখ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিন আবির খেলায় মেতে ওঠেন জয়ী সদস্যও সদস্যরা।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই মানুষের সঙ্গে জনসংযোগ ওজন বাড়াতে হবে তেমনি আরো নতুন ভাবনা চিন্তায় আর্থসামাজিক উন্নয়নমূলক কাজে সকলকে যুক্ত হবার আহবান তিনি জানিয়েছেন।
বিজয় সম্মেলনে উৎসব শেষে একটি মিছিল বের হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584