ভগবানগোলায় তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী

0
99

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল শুভ বিজয়া সম্মিলনী। আজকের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ভগবানগোলা ব্লক ২ -এর রাজবাটি এলাকার বিজেপির মন্ডল সভাপতি বাদল মন্ডল সহ জয়দেব মন্ডলের নেতৃত্বে প্রায় ১৫০০ বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

Idris Ali
বিধায়ক ইদ্রিস আলী। নিজস্ব চিত্র

এদিন বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। তিনি সকল ধর্মকে সমান শ্রদ্ধা করেন। তাই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর পরেও সকল কর্মীদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। তিনি আরো বলেন, আজ এই মঞ্চ থেকেই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির মন্ডল সভাপতি সহ ১৫০০ বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বিরোধী দলের কর্মী সমর্থকরা ধীরে ধীরে সকলেই তৃণমূল কংগ্রেস যোগদান করবেন এবং ভবিষ্যতে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র বিরোধী শিবির শূন্যে পরিণত হবে।

TMC Vijaya Sammelani
বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র

ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রউফ জানান, এবারই প্রথম নয় গত বছর কোভিডের জন্য আমরা বিজয়া সম্মিলনী করতে পারিনি কিন্তু প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত করে আসি।

আরও পড়ুনঃ বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ সুপ্রিম কোর্টে

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাওনি সিংহ রায়, মুর্শিদাবাদ লোকসভার সংসদ আবু তাহের খান, আবু বক্কার সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here