বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কাটোয়ার দশ হাজার নতুন ভোটার হতাশ

0
132

শ্যামল রায়,বর্ধমানঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাটোয়া মহকুমা পাঁচটি ব্লকে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় সবকটি গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তাই নির্বাচনে অনেক নতুন ভোটার আছেন যারা ভোট দিতে না পারার কারণে ক্ষুব্ধ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কাটোয়া মহকুমায় পাঁচটি ব্লক । সব ব্লক মিলিয়ে ভোটার রয়েছেন প্রায় ৫ লক্ষ। প্রতিবছর গড়ে ২% করে নতুন ভোটার বাড়ে। তাই ১০ হাজার নতুন ভোটার ছিলেন এ বছরে। নির্বাচনে নতুন ভোটাররা অংশগ্রহণ করতে পারছে না । কারণ বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  জয়লাভ করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ‌।


জানা গিয়েছে যে অনেকেই আছেন এবারের নতুন ভোটার তারা। প্রথম ভোটার দেয়ার কথা ছিল বহু যুবক-যুবতীর। যারা অনেকেই রাজনীতির আঙ্গিনায় প্রথম প্রবেশ। ভোট দেবেন বলে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। বন্ধু-বান্ধবীদের সাথে সেই সাথে বাড়ির বড়দের সাথেও আলাপ আলোচনা হয়ে গিয়েছিল এক প্রস্ত। কিন্তু ভোট আর হল না। মঙ্গলকোট, কাটোয়া  ১ ও ২, কেতুগ্রাম ১ও ২ ,বিরোধীদের প্রার্থী না থাকার কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক দলের প্রার্থীরা।জানা গিয়েছে যে কাটোয়া মহকুমা জুড়ে জেলা পরিষদের ১১ টি আসনে বিরোধীরা প্রার্থী দিলেও শেষ পর্যন্ত উদ্ধার করে নেয়‌। এর জেরে শাসক শিবিরের লোকজনেরা খুশি হলেও নতুন ভোটাররা একটু হতাশ হয়েছেন।। বহু নতুন ভোটার আছেন যারা শাসক দলের সমর্থক কিন্তু তারা ভোট দেবেন এমনটাই অভিজ্ঞতা নিতে তৈরি থাকলেও ভোটের আশা থেকে বঞ্চিতই থেকে গেলেন।
নতুন ভোটার মামনি মাঝি নীলিমা মাঝি রাজেশ নন্দী প্রমুখ জানিয়েছেন যে আমরা প্রথম ভোট দেব সেই ভোটাধিকার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভোর দেবো বলে তালিকাভুক্ত হলেও কেমন যেন অসম্পূর্ণতা মনে হচ্ছে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে। ভেবেছিলাম নতুন ভোটার নতুন ভাবনায় ভোট দেব সেই সুযোগ আর হলো না। মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানিয়েছেন যে নতুন ভোটারদের কাছে ক্ষোভ থাকলেও ভোটের ময়দানে যদি প্রতিযোগী না থাকে তাহলে কিভাবে প্রতিযোগিতা হবে। তাই উন্নয়নের নিরিখে বিরোধীরা হেরে যাওয়ার ভয়ে প্রার্থী হতে ভয় পেয়েছেন।

আরও জানা গিয়েছে যে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯৮ টি । সমিতির আসন সংখ্যা৪৩টী। জেলা পরিষদের আসন সংখ্যা তিনটি। এছাড়াও রয়েছে কেতুগ্রাম ১ কেতুগ্রাম ২ কাটোয়া ১কাটোয়া ২ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা।আরও জানা গিয়েছে যে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯৮ টি । সমিতির আসন সংখ্যা৪৩টী। জেলা পরিষদের আসন সংখ্যা তিনটি। এছাড়াও রয়েছে কেতুগ্রাম ১ কেতুগ্রাম ২ কাটোয়া ১কাটোয়া ২ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূলের প্রার্থীরা।
তাই ভোট হচ্ছে না কিন্তু হতাশ নতুন ভোটাররা।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here