মনিরুল হক,কোচবিহারঃ
আগামী ১৯ শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সভাকে সফল করতে এবং ২৮ শে ডিসেম্বর কোচবিহারে তৃণমূল মহিলা কংগ্রেসের সভাকে সফল করতে কর্মী সভা অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার শিকারপুরে।দুটি সভাকে সফল করতে আজ শিকারপুর হাইস্কুলে তৃণমূলের একটি কর্মীসভা অনুষ্ঠিত হল।

কর্মীসভায় উপস্থিত ছিলেন শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন,তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, মাথাভাঙ্গা ১ নং ব্লক সভাপতি মজিরুল হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, বাসন্তী বর্মন সহ আরও আনেকে।এদিন ঐ কর্মী সভা শেষে একটি মিছিল করা হয় শিকারপুর বাজারে।কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা বলেন,১৯ শে জানুয়ারি বিগ্রেডের সভাকে সফল করতে ২৮ ডিসেম্বর কোচবিহারে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হবে।ঐ সভায় উপস্থিত থাকবেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।ওই দুই সভাকে সফল করতে আজকের এই কর্মীসভা।
আরও পড়ুনঃ মাদারিহাটে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচী ও আলোচনা সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584