মনিরুল হক,কোচবিহারঃ
দুষ্কৃতীদের গুলিতে জখম হল এক তৃণমূল কংগ্রেস কর্মী। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম রতন কুমার মোদক। ঘটনাটি ঘটেছে দিনহাটার ২ নম্বর ব্লকের খোঁচাবাড়ি গ্রামের।ওই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় রতনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে ওই রতনকে দিনহাটা থেকে কোচবিহার এম জে এন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খোঁচাবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিল ওই রতন নামে ওই তৃণমূল কর্মী। প্রায় সে বাড়িতে ঢোকার মুখে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি তার গোপনাঙ্গের পাশে লাগে। তারপর ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন রতন। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। দুষ্কৃতীদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল বলে জানা যায়।
রাজনৈতিক মহলের একাংশের মতে, দিনহাটায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ এবং দলেরই দিনহাটা-২ নম্বর ব্লক সভাপতি মীর হুমায়ুন কবীরের মধ্যে যে বিরোধ চলছে, তার জেরেই এই ঘটনা। উদয়নবাবু বলেন, “পুলিশকে বলা হয়েছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।” মীর হুমায়ুন কবীর বলেন, “পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584