কংগ্রেস ব্যতিক্রমী দাবি অধীরের

0
73

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর কংগ্রেস ভবনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৈঠক করেন ৷ তাঁর হাত ধরে শুক্রবার ৩৫০ জন সক্রিয় তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। বড়ঞা ব্লকের কল্যাণপুর ১ ও ২, কুলি, খরজুনা, সাউরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ তৃণমূলের কর্মীরা বড়ঞার বিধায়িকা প্রতিমা রজকের নেতৃত্বাধীনে অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা গ্রহন করে কংগ্রেস দলে যোগদান করলেন।

people | newsfront.co
দলীয় পতাকা হাতে নব নিযুক্ত কর্মীবৃন্দ ৷ নিজস্ব চিত্র

সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে অধীর চৌধুরী বর্তমান পরিস্থিতির বিষয়ে বেশ কিছু বক্তব্যও পেশ করেন। চীনের আগ্রাসন নীতি ও ভারত সীমান্ত পেরিয়ে চীনের অনুপ্রবেশ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে দুষলেন তিনি৷ ভারতের সৈন্যবাহিনীদের এতো কড়া নজরদারি সত্ত্বেও কি করে চীনারা ভারতের সীমান্ত পেরিয়ে ১৮ কিমি পর্যন্ত প্রবেশ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

man | newsfront.co
বক্তা ৷ নিজস্ব চিত্র

তৃণমূল এবং বিজেপি দল যেভাবে একজোট হয়ে সভা সম্মেলন করছে কংগ্রেস সে ক্ষেত্রে ব্যতিক্রমী। মুখ্যমন্ত্রী পরিধি বানিয়ে দেওয়ার পর তারই দল সেই পরিধি ভাঙছে। কংগ্রেস নিয়মভঙ্গ করেনা।

crowd | newsfront.co
বৈঠক ৷ নিজস্ব চিত্র

তাই এই আবহে ঘরের মধ্যে সমস্ত সভা সম্মেলন করছেন। এছাড়া অন্যান্য জেলা বা রাজ্য থেকে মুর্শিদাবাদে যে সমস্ত বালির লরি ঢুকছে তাদের ঘুর পথে আনা হচ্ছে।

আরও পড়ুনঃ বিজেপি মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

তৃণমূল নেতা ও প্রশাসন মিলে টাকা আদায় করছে। দুর্নীতির মধ্য দিয়ে আত্মসাৎ করছে সবকিছু। এমনই অভিযোগ করেন তিনি৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here