অমৃতা চন্দ, কোচবিহারঃ
অভিনন্দন যাত্রা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে মারধর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
জানা গেছে, আজ কোচবিহার রাসমেলার মাঠে বইমেলার উদ্বোধন শেষ হওয়ার পর নিজের গাড়ি করে সিতাই ফিরছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া।
একই রাস্তায় বিজেপির অভিনন্দন যাত্রা শেষ করে ফিরছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ সেই সময় গোসানিমারি বাজারের কাছে জগদীশ বর্মা বসুনিয়ার গাড়ি আটকে গাড়ি ভাঙচুর-সহ তাকে মারধর করে একদল দুষ্কৃতী। তৎক্ষণাৎ তৃণমূল কর্মীরা গোসানিমারি পুলিশ ফাঁড়ির কাছে পথ অবরোধ শুরু করে।
আরও পড়ুনঃ মহিলা প্রধানকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় কোচবিহার জেলার তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায় এবং তৃণমূল নেতা নুর আলম হোসেন।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি শাসনের দাবি শঙ্কুদেবের
এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, এই ধরনের কোনও ঘটনা সেখানে ঘটেনি। আমাদের কর্মীরা অভিনন্দন যাত্রা শেষ করে সুষ্ঠু মতো চলে গেছেন। মিথ্যে অভিযোগ এনে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তৃণমূল।
এদিকে তৃণমূল নেতা নুর আলম হোসেন বলেন, “বইমেলা থেকে ফেরার পথে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার গাড়িতে হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা, সাথে তাকে মারধর করে। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ করছি। যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতীকে গ্রেফতার না করা হচ্ছে, ততক্ষণ আমরা অবরোধ চালাব”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584