নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
সন্ধ্যা রাতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের খামরুয়া ও পাইকপাড়ার মধ্যবর্তী এলাকায়।গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম বিকাশ মজুমদার ওরফে মাধু (৫১)।স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে জখম অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

চিকিৎসকরা জানান,ওই ব্যক্তির মাথায় গুলির আঘাত রয়েছে।প্রাথমিক চিকিৎসা করার পর জখম ওই ব্যক্তিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এদিকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে জখমকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জখম বিকাশ মজুমদার এলাকায় তৃণমূল কর্মী ও সমাজকর্মী বলেই পরিচিত।ইটাহার ব্লক যুব তৃণমূল সভাপতি অশোক দাস বলেন,কি কারণে গুলি করে খুন করা হয়েছে বিকাশ মজুমদারকে তা এখনও জানা যায়নি।কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত সেই বিষয়টিও এখনও রহস্যময়। ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
আরও পড়ুনঃ শ্যালিকাকে আটকে রেখে লাগাতার ধর্ষনের অভিযোগ জামাই বাবুর বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584