হরষিত সিংহ,মালদহঃ
কেন্দ্রীয় আট দফা দাবির পাশাপাশি এদিন তাঁরা রাজ্য ও স্থানীয়ভাবে আরও পাঁচ দফা দাবিতে ধর্মঘটে শামিল হয়েছেন। পরিবহন শ্রমিক কো-অর্ডিনেশন কমিটির আহ্ববানে সারা ভারত পরিবহন শিল্পের ধর্মঘট। সারা দেশের সাথে মালদহ জেলাতেও পরিবহন ধর্মঘট। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ, মালদহ শহরের রথবাড়ি এলাকায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ডান ও বাম শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৩৪ নং জাতীয় সড়কে।পরিবহন শ্রমিক সংগঠনগুলির দাবি, সকল পরিবহন কর্মীদের ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন দিতে হবে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ লক্ষ টাকা। পুলিশি হয়রানি বন্ধ ও তোলাবাজির বিরুদ্ধে তাদের এই ধর্মঘট। মালদা শহরের গৌড় কন্যা বাস টার্মিনাসে সকাল থেকেই বন্ধ ছিল যাত্রী পরিবহন। সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। যদিও ধর্মঘট থেকে বাইরে রাখা হয়েছে ছোট যাত্রী পরিবহনগুলিকে।
পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের এই দাবি পূর্ণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।পুরাতন মালদা ব্লক এবং শহরেও বন্ধর প্রভাব পড়েল। ইন্ডিয়ান পরিবহন শিল্প সমিতির ডাকা ধর্মঘটে রাস্তায় বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি কিন্তু সরকারি বাসগুলো চলাচল ছিল স্বাভাবিক।সরকারি বাস গুলিতে প্রচুর ভিড় লক্ষ করা যায় এবং আজকে স্নাতক স্তরের পরীক্ষা থাকায় ছাত্রছাত্রী তাদের গন্তব্যে স্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে।অপরদিকে দেশজুড়ে বিরোধীদের পরিবহন ধর্মঘটের বিরোধীতা করে পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একদিনের শ্রমও নষ্ট করতে নারাজ ছিলেন। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকেই বাস্তব করতে মালদহ জেলার তৃণমূল শ্রমিক সংগঠন পথে নেমে জেলার প্রত্যেক পরিবহন সংগঠনের সঙ্গে কথা বলে।যাতে পরিবহন স্বাভাবিক রাখা যায়,মানুষের শ্রম নষ্ট না হয়।সেই কারণেই এদিন রথবাড়ি এলাকায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি মানব বন্দোপাধ্যায়ের নেতৃত্বে, বন্ধ বিরোধী মিছিল করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584