নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানপুরে।

বিজেপির অভিযোগ, সামনেই পুর নির্বাচনের দেওয়াল দখলের লক্ষ্যে বিজেপি পতাকা এবং দেওয়ালে ‘সাইট ফর অল’ লেখা হয়েছিল। বুধবার সকালে দেখা যায় সেই লেখা মুছে দেওয়া হয়েছে এবং পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। আর এই কান্ডের জন্য শাসক তৃণমূলের দিকেই অভিযোগের তীর বিজেপির।
আরও পড়ুনঃ বেআইনি বালির স্তুপ, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস
যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তাদের, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। এতে তৃণমূলের কোন যোগ নেই বলেই দাবি তাদের। যদিও এই ঘটনার পর গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584