জনসংযোগের বাড়াতেই ‘দিদিকে বলো’ কর্মসূচি প্রচারে তৃণমূল

0
38

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল অনেকটাই পিছিয়ে পড়েছে।সেখানে গেরুয়া শিবির ফুটিয়েছে পদ্ম,তাই সামনে বিধানসভা ভোটকে মাথায় রেখে প্রশান্ত কিশোরের হাত ধরে ঢেলে গুটি সাজাতে চাইছে তৃণমূল শিবির।

সেই লক্ষ্যেই অনেকটাই রদবদল করে ফেলেছে তৃণমূল,অন্য দিকে রাজ্যে মানুষের কাছে জনসংযোগ বাড়াতে নতুন পথ বেছে নিয়েছে বর্তমান শাসক দল।

নিজস্ব চিত্র

সেটি হল “দিদিকে বলো”যেখান থেকে রাজ্যবাসী নিজের অভিযোগ ও আশা আকাঙ্ক্ষা সরাসরি জানাতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে,তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলাস্তর থেকে ব্লক স্তরের সমস্ত নেতৃত্বকে কড়া নির্দেশ তাঁরা যাতে বাড়ি বাড়ি গিয়ে সেই কর্মসূচির বার্তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মসূচি নিয়ে জনতার দরবারে তৃণমূল নেতৃত্ব

সেই লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে নেতৃত্ব ও শালবনী বিধায়কের উপস্থিতিতে একটি প্রেস বিবৃতির মধ্য দিয়ে এই কর্মসূচির ব্যাপারে সমস্ত তথ্য জানানো হয়।এই প্রেস বিবৃতিতে ব্লক সভাপতি নিমাই রতন ব্যানার্জি বলেন আগামী রবিবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে এই ‘দিদিকে বলো’ কর্মসূচি করা শুরু হবে।

তিনি আরও বলেন আমাদের মুখ্য আটটি অঞ্চল রয়েছে যেগুলিতে সমস্ত ব্লক নেতৃত্বকে ভাগ করে দেওয়া হয়েছে যাতে তাঁরা ঠিক সময়ের মধ্যে এই কর্মসূচি শেষ করে।

এ ছাড়াও জেলা নেতৃত্বকে জানানো হয়েছে তাদের সাথে এই কর্মসূচিতে যেন তারাও থাকেন,এ ছাড়াও এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিদির যে সমস্ত উন্নয়নমূলক কাজ রয়েছে তাঁর ব্যাপারে এলাকাবাসীদের মধ্যে জানানো হবে,অর্থাৎ আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিয়েছে বর্তমান শাসকদল এটা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here