নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। বলা ভালো যে,লক ডাউনের প্রথম পর্যায় শেষ হয়েছে গত ১৪ ই এপ্রিল, আর দ্বিতীয় পর্যায়ের লক ডাউন চলবে আগামী মে মাসের ৩ তারিখ অবধি। তবে লক ডাউনের মাঝে দুঃস্থ ও গরিবদের পাশে দাঁড়ালো ফালাকাটা ব্লক যুব তৃণমূল ।
শনিবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাই স্কুল প্রাঙ্গণে ব্লক যুব তৃণমূলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিলি করা হল। এদিন দুঃস্থদের হাতে চাল,ডাল, আলু,সুয়াবিন, সরিষার তেল ও লবন তুলে দেওয়া হয়। এছাড়াও জটেশ্বর ২ নং অঞ্চল ও ১ নং অঞ্চল মিলিয়ে প্রায় ৩০০ মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।
এদিন এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকি, ও তৃণমূল নেতা তুষার চক্রবর্তী।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে ‘নো মাস্ক, নো সেল’ বাজার বসলো পঞ্চায়েত এলাকায়
এছাড়াও উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূলের সভাপতি সন্তোষ বর্মন, ফালাকাটা ব্লক যুব সভাপতি সঞ্জয় দাস, আলিপুরদুয়ার জেলার যুব সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584