অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ী মেরামতের কাজে যুব তৃণমূল নেতা

0
48

মনিরুল হক,কোচবিহারঃ
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ঘর মেরামত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস।রবিবার বিকেলে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের বালাসি এলাকায় আনুষ্ঠানিক ভাবে ওই কাজের সূচনা করেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিক।তিনি জানিয়েছেন,প্রায় দুই মাস আগে দেওয়ানহাটের বালাসি গ্রামে একদল দুষ্কৃতি ৪০ টি বাড়ী পুড়িয়ে দেয়।সেই থেকে ওই পরিবার গুলো অসহায়ের মত খোলা আকাশের নীচেই রাত কাটাচ্ছেন।তাই সংগঠনের পক্ষ থেকে বাড়ী গুলো মেরামত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিশীথ বাবু বলেন, “টিন ও অন্যান্য সামগ্রীর দাম সহ শ্রমিকদের মজুরি সংগঠনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে।আজ ওই কাজের সূচনা হল।খুব দ্রুত কাজ শেষ করা হবে।যাতে শীতে ওদের কষ্ট পেতে না হয়।”

নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার-যুব’র মধ্যে গণ্ডগোলের জেরে মাস দুয়েক আগে দেওয়ান হাটের বালাসি গ্রামে আগুন লাগিয়ে দিয়ে ৪০ টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো যুব গোষ্ঠীর সমর্থক জানা গিয়েছে।ওই ঘটনার পর সেভাবে কোন সরকারি সহযোগিতা মেলে নি বলে বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।তবে সাংগঠনিক ভাবে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা এর আগেও বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এবার তাদের বাড়ী মেরামত করে দেওয়ার কাজও শুরু করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here