মনিরুল হক , কোচবিহারঃ
ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে থেকে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল তৃনমুল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক। সেখানে থেকে দলের পঞ্চায়েত সমিতির সদস্যদের সাথে কথা বলে তাঁদের বোর্ড গঠনের জন্য পাঠিয়ে দেন তিনি। বৃহস্পতিবার দিনহাটা ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। সেখানে তৃনমূল যুব কংগ্রেস ওই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেন। দিনহাটা ১নং ব্লকের মোট ৪৪ টি আসন রয়েছে। তাদের মধ্যে এদিন ৭ জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত হতে পারেনি। ৩৭ জন পঞ্চায়েত সমিতির সদস্যের ভোট পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মফিজুল হক (মফিজ) এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষিত বর্মণ।
নির্বিঘ্নে বোর্ড গঠনের পর ব্লক অফিসের সামনে থেকে বিজয় উল্লাসে মেতে ওঠেন যুব’র নেতা কর্মীরা। নব নির্বাচিত পদাধিকারীদের এদিন সংবর্ধনা দেন যুব নেতা তথা কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক, তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দিনহাটা ১ নং ব্লকের তৃনমূল যুব কংগ্রেসে আহ্বায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় সহ স্থানীয় তৃনমূল যুব কংগ্রেসের সকল কর্মী সমর্থকরা।
বোর্ড গঠনের পর নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক(মফিজ) বলেন, “আমি ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম যে সাধারন মানুষের সেবা করব। কিন্তু আমার সেই ইচ্ছেটা পুরন হল শুধু একজনের জন্য। তিনি হলেন আমার প্রিয় যুব নেতা তথা প্রিয় দাদা নিশীথ প্রামাণিক। তাঁকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমরা সেই ইচ্ছেটাকে পুরন করার জন্য। আজ থেকে আমি এই দায়িত্ব ঘাড়ে নিয়ে আমার এলাকার জনগনের দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের উন্নয়নের কাজ করতে চাই। এর পাশাপাশি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির চিন্তাভাবনা এবং যে উন্নয়নমুলক কাজকর্ম জনসাধারনের কাছে তুলে ধরার চেষ্টায় করব।”
এদিন যুব নেতা তথা কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন,“ সারা কোচবিহার জেলায় জুড়ে যেভাবে তৃনমূল কংগ্রেসের কর্মীরা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে, ঠিক তেমন ভাবে আমরা দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলাম। আমরা তৃনমূল যুব কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস সবাই একসাথে চলতে চাই আগামী দিনে। সকলে মিলে আমরা আজ বোর্ড গঠন করলাম। তৃনমূল যুব কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস বলে কোন কথা নেই। আমরা সবাই তৃনমূল কংগ্রেস। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা তৃনমূল কংগ্রেস করি, তাই আমরা গর্ববোধ করি। আগামীতে আমরা তৃনমূল কংগ্রেস পরিচয় দিয়ে চলতে চাই।”
আরও পড়ুনঃ পিংলা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584