যুবনেতা নিশীথ প্রামাণিককে দলে ফেরানোর দাবিতে মিছিল

0
70

মনিরুল হক,কোচবিহারঃ
বহিষ্কৃত তৃণমূলের যুবনেতা নিশীথ প্রামানিককে দলে ফিরিয়ে নেওয়ার দাবী ও ৮ জানুয়ারি কোচবিহারে অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভার প্রচার এবং ব্রিগেট চলো প্রচারে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেসে।বৃহস্পতিবার বিকেলে কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় ও দেওয়ানহাট বাজারে ওই মিছিল বের করা হয়। ওই মিছিল পুন্ডিবাড়ি শহরের চৌপথী এলাকায় থেকে বের হয় আবার সেখানেই শেষ হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন বিষ্ণু দেব সরকার,প্রতিরাম সরকার,রঞ্জন তালুকদার,পংকজ ঘোষ।অপর দিকে দেওয়ানহাট বাজারে রাজিব হোসেনের নেতৃত্বে কয়েকশো যুব নেতার অনুগামীরা ওই মিছিল করেন।

tmc yuba procession 2
তৃণমূল যুব’র সমর্থকদের মিছিল। নিজস্ব চিত্র

যুব নেতা আশরাফ হক বলেন, “আমাদের যুব নেতা নিশীথ প্রামাণিককে যোগ্য সম্মান দিয়ে আবার দলে ফিরিয়ে নেওয়া দাবী ও ৮ জানুয়ারি কোচবিহারে অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভায় যাতে দলে দলে আমরা যুবরা বিভিন্নস্তর থেকে লোকজন নিয়ে আসতে পারি এবং ১৯ জানুয়ারি ব্রিগেডের জনসভায় কোচবিহার জেলা থেকে কয়েক হাজার যুবকর্মী সমর্থকদের নিয়ে যেতে পারি তার জন্য আজ আমাদের এই মিছিল।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে যুব নেতা নিশীথ প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কারের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায়। তার এই ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয় নিশীথ অনুগামীদের মধ্যে। হঠাৎ করে তাঁকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হল তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। শনিবার থেকেই দিনহাটার বিভিন্ন এলাকায় নিশীথকে দলে ফেরানোর দাবীতে মিছিল করেন তাঁর অনুগামীরা। এনিয়ে দিনহাটার বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। তারপর কোচবিহার জেলার মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, জামালদহ, দেওয়ানহাট, হলদিবাড়ি, ৪ নং বাজার, পুন্ডিবাড়ি, জেলার বিভিন্ন এলাকায় যুবনেতা নিশীথ প্রামাণিককে দলে ফেরানোর দাবীতে মিছিল করা হয়।সেই দাবীতে ফের আজ দেওয়ানহাট ও পুন্ডিবাড়ি এলাকায় নিশীথ প্রামাণিক অনুগামীদের মিছিল করেন।

আরও পড়ুনঃ ব্রিগেডের আগে সংগঠন মজবুত করতে তৃণমূলের মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here