মনিরুল হোক,কোচবিহারঃ
তৃনমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রমাণিককে দলে ফেরানোর দাবিতে পথে নামল যুব’রা। মঙ্গলবার সন্ধ্যায় মেখলিগঞ্জ শহরে থেকে তৃনমূল যুব কংগ্রেসের মিছিল বের হয়৷ ওই মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার সেখানেই শেষ হয়।এদিনের ওই মিছিলে নেতৃত্ব দেন যুব নেতা তুলেশ রায়, বিজয় রায়, আছির উদ্দিন মহম্মদ সহ কয়েকশ কর্মী সমর্থকরা ওই মিছিলে অংশগ্রহন করেন।
তৃণমূল যুব নেতারদের দাবি, কেন নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হলো, তা আমরা কোন ভাবে মেনে নিতে পারছি না। আমরা জানি নিশীথ প্রামাণিক একমাত্র বিজেপিকে কোচবিহার জেলা থেকে তাড়াতে পারে তাছাড়া কেউ পারবে না।তাই আমরা চাই যোগ্য নেতার যোগ্য সম্মান দিয়ে তাকে আবার দলে ফিরে নিয়ে আসা হোক।
এদিন এবিষয়ে যুব নেতা তুলেশ রায় বলেন, “কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায় যেভাবে ষড়যন্ত্র করে যুবনেতা নিশীথ প্রামাণিককে দল থেকে বহিষ্কার করেন তা ভীষণ অন্যায় তা আমরা তৃণমূল যুব কংগ্রেস কোন ভাবে মেনে নিতে পারছি না। তাই আমরা রাজ্য নেতৃত্বের কাছে বিশেষ আবেদন যুবনেতা নিশীথ প্রামাণিককে তার যোগ্য সম্মান দিয়ে দলে ফেরার সেই আবেদন রাখছি। তিনি আরও বলেন, কোচবিহার জেলার সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক ছাড়া সাম্প্রদায়িক দল বিজেপিকে পতন করা সম্ভব নয়।তাই যে নেতা প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। তার এই বহিষ্কার আমরা কোন ভাবে মেনে নিতে পারি না। তাই রাজ্য নেতৃত্বকে বিশেষ অনুরোধ জানাই যুবনেতা নিশীথ প্রামাণিককে তার যোগ্য সম্মান নিয়ে দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানাই।”
প্রসঙ্গত,গত শুক্রবার রাতে যুবনেতা নিশীথ প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কারের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থ প্রতিম রায়। তার এই ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয় নিশীথ অনুগামীদের মধ্যে।হঠাৎ করে তাঁকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হল তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।শনিবার থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় নিশীথ প্রামাণিককে দলে ফেরানোর দাবিতে সোচ্চার হন তাঁর অনুগামীরা।
আরও পড়ুনঃ দুঃস্থ গৃহহীনদের গৃহ নির্মাণের অনুদান প্রদান অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584