উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল-পেন দিল তৃণমূল ছাত্র পরিষদ

0
81

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে একটি করে জলের বোতল ও কলম তুলে দিল ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেওয়া হয়।

HS candidates | newsfront.co
পরীক্ষার্থীদের হাতে পেন ও জল প্রদান। নিজস্ব চিত্র

এদিন ছাত্র ছাত্রীদের হাতে সামগ্রী তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের ফালাকাটা ব্লকের যুব সভাপতি সঞ্জয় দাস।

আরও পড়ুনঃ তেঘরী হাইস্কুলে বন ও বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা

এছাড়াও ছিলেন আলিপুরদুয়ার জেলার যুব সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি নিলম নন্দী, ব্লক ছাত্র পরিষদ সহ-সভাপতি রাজীব সাহা। ছিলেন জটেশ্বর লীলাবতী কলেজ ইউনিট সভাপতি সৌরভ সেন, সহ সভাপতি সুজন দাস এবং সাধারন সম্পাদক রাহুল সরকার প্রমুখ।

ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি নিলম নন্দী বলেন, “উচ্চ মাধ্যমিকেও ছাত্র ছাত্রীদের হাতে জলের বোতল ও কলম তুলে দেওয়া হল। গোটা ফালাকাটা জুড়েই এই কর্মসুচি পালিত হচ্ছে”।

তিনি আরও বলেন, “এই কর্মসুচীতে ছাত্র ছাত্রীদের বেশ ভালোই সাড়া মিলেছে। ভবিষ্যতেও এধরনের কর্মসূচী গ্রহণ করা হবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here