শ্যামল রায়,বর্ধমানঃ
সোমবার কালনা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল বের হয়েছিল কালনা এলাকায়।
মহকুমার বিভিন্ন স্কুল কলেজ থেকে হাজারখানেক – তৃণমূল ছাত্রপরিষদের কর্মীসমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেছিল।
মিছিলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভানেত্রী জয়া দত্ত,রেজাউল মোল্লা প্রমুখ।
জয়া দত্ত বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে কেন্দ্রের বিজেপি সরকার জনবিরোধী নীতি নিয়ে চলছে। অস্বাভাবিক হারে বাড়ছে গ্যাসের দাম সেই সাথে পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে। এই সরকার জনবিরোধী নীতি নেওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আগামী দিন জনস্বার্থ বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে ছাত্র পরিষদ গর্জে উঠবে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584