কলেজে আসনবৃদ্ধির আবদারে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

0
58

মনিরুল হক, কোচবিহারঃ

পাস কোর্সে ভর্তির জন্য আসনসংখ্যা বাড়ানোর দাবিতে কলেজে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল ছাত্র পরিষদের। শনিবার কোচবিহারের ইউনিভার্সিটি বি টি অ্যান্ড ইভনিং কলেজে এই বিক্ষোভ হয়। কলেজের অধ্যক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
কোচবিহারের সব কলেজ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও ইউনিভার্সিটি বি টি অ্যান্ড ইভনিং কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে। এই কলেজে অনার্স, পাস সব কোর্সেই ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কিন্তু আবেদনকারী অনেক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পায়নি । তাদের মধ্যে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা শুধু এই কলেজেই আবেদন করছিল। তৃণমূল ছাত্র পরিষদের দাবি,“ সব ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে। তার জন্য পাস কোর্সে ভর্তির আসন সংখ্যা বাড়াতে হবে।” এই দাবিতে এদিন তারা অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ শুরু করে। দুপুর ২ টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলে।

নিজস্ব চিত্র

এরপর অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
কলেজের তৃণমূল ছাত্র সংসদের এক নেতা বলেন, “মেরিট লিস্ট অনুযায়ী আমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রীরা এখনও ভর্তি হতে পারেনি। তারা অনেকেই শুধু আমদের কলেজে ফর্ম ফিলাপ করেছিল। ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কলেজের পাস কোর্সের আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছি। সেই দাবিতে কলেজের প্রিন্সিপালকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”

নিজস্ব চিত্র

প্রিন্সিপাল ডা. সুভাষ চন্দ্র বলেন, “এবার প্রতিটি কলেজে ভর্তির চাপটা একটু বেশি। কোচবিহারের সামগ্রিক চিত্রটা এমনই। যারা শুধু মাত্র এই কলেজে ফর্ম ফিলাপ করেছে তাদের জন্য কি করা যায়, সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ২০ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের জানিয়ে দেবার চেষ্টা করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here