পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্বভারতীতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলালো কয়েক হাজার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
সোমবার সকালে বিশ্বভারতী কেন্দ্রীয় ভবনের সামনে থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বিশ্বভারতীতে চলতে থাকা একাধিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুরঞ্জন চট্টোপাধ্যায় জানায়, বিশ্বভারতী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরল সৃষ্টি সেই সৃষ্টিকে কার্যত ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার মদদপুষ্ট বর্তমান উপাচার্য এবং বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলো দিনের পর দিন ধরে বিশ্বভারতীতে চলছে অচলাবস্থা।
আমরা প্রত্যেক দিন শুনতে পাই এবং বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দেখে জানতে পারি বিশ্বভারতীতে উপাচার্যের সঙ্গে ছাত্রদের লড়াই হচ্ছে কি চলছে।
আমরা আমাদের পরিবারের কৃতি সন্তানদের কিভাবে বিশ্বভারতীতে পাঠাবো উচ্চশিক্ষার জন্য তা নিয়ে চিন্তিত ভাবলে অবাক হয়ে যায় বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাত্রদের হোস্টেলে ঢুকে ছাত্রদেরকে মারধর করা হয় বলা ভালো গুন্ডাদের মতো পেটানো হয় আহত এবং আক্রান্ত ছাত্ররা সরাসরি এই হামলার পিছনে উপাচার্যকে দায়ী করছে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গ স্বজন হলে উত্তরবঙ্গ আপন, উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা
বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের গৌরবান্বিত সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ছাত্ররা বিশ্বভারতীর উপাচার্যকে বিশ্বাস করতে পারছে না উপাচার্য ছাত্রদের সঙ্গে পরিবারের অভিভাবকের মতো ব্যবহার করতে পারছেন না তৃণমূল ছাত্র পরিষদের দাবি আরএসএস মদদপুষ্ট উপাচার্য এবং অতি বাম সক্রিয় মদদপুষ্ট ছাত্র সংগঠনগুলো নিজেদের রাজনৈতিক শাসন বিশ্বভারতীতে কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে এই দুই পক্ষের লড়াইয়ে কার্যপএ যাচ্ছে সাধারণ নিরীহ এবং মেধাবী ছাত্রছাত্রীরা যারা শুধুমাত্র নিজের বুদ্ধির জোরে বিশ্বভারতীতে পড়ার সুযোগ পেয়েছেন ভবিষ্যতে দেশকে উজ্জ্বল করবে বলে তাদের বর্তমান শিক্ষার ভবিষ্যৎ অতল গভীরে ডুবে যাচ্ছে। এভাবে চলতে পারে না তাই আজকে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিবাদে রাস্তা বেছে নিয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে বিশ্বভারতীতে উপাচার্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কের উন্নতি না ঘটলে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ উপাচার্যকে ঘেরাও করে জবাবদিহি চাইবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584