নয়া কৃষি আইনের প্রতিবাদে টিএমসিপি’র মিছিল সমাবেশ ঝাড়গ্রামে

0
61

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে ঝাড়গ্রাম শহরে বিশাল মিছিল করে জনসভা করল ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ।বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার পৌরময়দান থেকে তৃণমূল ছাত্র পরিষদের এক বিশাল মিছিল বের হয় ।

protest rally | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্থায়ীকরণ-বেতন বৃদ্ধির দাবিতে সিএসপি-র ডেপুটেশন

মিছিল ঝাড়গ্রাম ফ্লাই ওভার হয়ে ঝাড়গ্রাম শহরের প্রাণ কেন্দ্র পাঁচ মাথার মোড় হয়ে শহরের রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথপুর অফিসার্স ক্লাবের মাঠে তৃণমূল ছাত্র পরিষদের জনসভা হয় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য্য,তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা , ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ , ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ।

আরও পড়ুনঃ স্থায়ী চাকরির দাবিতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ কোভিড স্বেচ্ছাসেবকদের

মিছিলের শেষে প্রকাশ্য ছাত্র সমাবেশ করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য্য । এদিন তৃণাঙ্কুর ভট্টাচার্য্য বক্তব্য রাখার সময় বলেন , “আমাদের দলের অনেকেই টাকার লোভে , ক্ষমতার লোভে অন্য দলে চলে যাচ্ছে ।

আমি বলি এই সব স্বার্থপর লোকদের আমাদের দলে কোন প্রয়োজন নেই । আমাদের দল এক আমাদের নেত্রী এক । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর ভরসা রেখেই আমাদের আন্দোলন চলছে চলবেই ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here