প্রতিষ্ঠা দিবসেই নিট, জেইই পরীক্ষা স্থগিতের দাবিতে অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদের

0
42

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যে ছাত্র আন্দোলনের মধ্যে দলের উঠে আসা, প্রতিষ্ঠা দিবসেও সেই আন্দোলনের মাধ্যমেই উদযাপন করতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। বুধবারই নবান্নে দেশের সর্বদলীয় বৈঠকে ৭ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিট এবং জয়েন্ট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে একত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ওই ইস্যুতেই গান্ধী মূর্তির পাদদেশে ঘন্টাখানেক অবস্থান-বিক্ষোভ করার সিদ্ধান্ত নিল তৃণমূল ছাত্র পরিষদ।

Mamata Banerjee | newsfront.co
সংবাদ চিত্র

ছাত্র-ছাত্রীদের স্বার্থকে সামনে রেখে সারা দেশের যাবতীয় অবিজেপি শক্তিকে একজোট করতে বুধবার ওই ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরের শুরুতে ওই পরীক্ষা হওয়ার আগেই যে আন্দোলন আরও বৃহত্তর স্তরে নিয়ে যেতে পারে, তা বুঝতে পেরেই শুক্রবার এই কর্মসূচির কথা ঘোষণা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ ২০১২ সালের এসএসসি মামলায় পরীক্ষার্থীদের আবেদন খারিজ করল হাইকোর্ট, স্বস্তি রাজ্যের

ইতিমধ্যেই দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে টুইটও করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। কিন্তু তার পরেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি, ১৭ লক্ষ পরীক্ষার্থী নিজেদের অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছেন অর্থাৎ তারা পরীক্ষা দিতে মরিয়া। এই স্নায়ুযুদ্ধের লড়াইয়ে উত্তেজনার টান বজায় রাখতেই ছাত্র পরিষদের এই পরিকল্পনা।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গুলি , আহত পুলিশকর্মী

শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন নিজের কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিট ও জেইই প্রসঙ্গ স্বাভাবিক ভাবেই আসবে। ঘোষিত হতে পারে পরবর্তী কর্মসূচিও। তাই তার আগেই সকালে ১২ টা থেকে ১ টা এই কর্মসূচি পালন করবে টিএমসিপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here