দিনহাটায় তৃণমূল কর্মীকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ

0
69

মনিরুল হক,কোচবিহারঃ
ফের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা ছড়াল দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাটে। তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস অন্য কর্মীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ ওই ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের নয়ারহাট বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।আহত ওই তৃণমূল যুব কংগ্রেস কর্মীকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

injured tmc worker
আহত তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র

তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে সেখান থেকে কোচবিহারের বে-সরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, আহত ওই তৃণমূল যুব কংগ্রেস কর্মীর নাম ফজিজার রহমান। তার বাড়ি নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, ওই কর্মীকে ভোজালির দিয়ে মাথায় ও তার দুই পায়ে কোপানো হয়।তৃণমূল যুব কংগ্রেস নেতা অর্জুন চক্রবর্তী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নয়ারহাট বাজারের ফলিজার রহমানকে একা পেয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতির মীর হুমায়ুন কবীরের নেতৃত্বে কিছু তৃণমূল কংগ্রেস কর্মী তার ওপর অতর্কিতে হামলা চালায়। তার মাথায় ভোজালি দিয়ে কোপানোর পাশাপাশি তার দুটি পায়ে ভোজালি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তিনি আরো বলেন, ওই যুব কর্মীকে বেধড়ক মারধর করার পর রেললাইনের ধারে তাকে ফেলে রেখে দিয়ে যায়। পরে সেখানে বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। যদিও ওই ঘটনার সাথে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা ২ নং ব্লক সভাপতি মীর হুমায়ূন কবির। ঘটনার খবর পেয়েই দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তিনি বলেন, “কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তবে পুলিশকে বলা হয়েছে পুলিশ বিষয়টি দেখছে।” যদিও ওই অভিযোগ অস্বীকার করে দিনহাটা ২নং ব্লক সভাপতি মীর হুমায়ুন করির বলেন, “আমি এই ঘটনা সম্বন্ধে কিছু জানি না। পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক যারা দোষী তাদের গ্রেপ্তার করুক।”

আরও পড়ুনঃ বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here